• Breaking News

    Tuesday, October 24, 2017

    ফ্রি টেলিটক সিম সাথে থাকছে সস্তায় ইন্টারনেট ও সস্তায় কলরেট

    মাত্র ৮ টাকায় ১ জিবি ডেটা যতবার খুশি পাওয়াসহ সস্তায় বিভিন্ন কল ও ইন্টারনেট প্যাকেজ দিয়ে ফ্রি সিম বিতরণ করছে টেলিটক।
    তবে ‘অপরাজিতা’ নামে এই সিম শুধুই নারীদের জন্য। রোববার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এই ফ্রি সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
    তিনি জানান, এই উদ্যোগে একজন নারী সর্বোচ্চ ২টি সিম পাবেন।

    সিমের অফারে স্টার্টআপ বোনাসে গ্রাহক ১০ টাকা সিমের সঙ্গেই পাবেন যার মেয়াদ থাকবে ৯০দিন। এতে থাকবে ১ জিবি ডাটা। ফ্রি মিনিট ও ডাটার মেয়াদ ৭ দিন।
    স্পেশাল ডাটা অফারে ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা সিম চালুর তিন মাসে যতবার খুশি ততবার নেয়া যাবে।
    এছাড়া ২৯ টাকায় রেট কাটার প্যাকেজে ৩০ পয়সা মিনিট অন-নেট ও ৬০ পয়সা মিনিট অফ-নেট কলরেট পাওয়া যাবে। একই প্যাকেজ বেশি দিন মেয়াদে ৯৯ টাকাও নেয়া যাবে।
    সিম পেতে যোগাযোগ ও অফারের আরও বিস্তারিত জানতে যেতে হবে এই ঠিকানায়

    No comments:

    Recent Posts

    WordPress

    Services