• Breaking News

    Friday, July 7, 2017

    জিন্স প্যান্টের ছোট্ট পকেটটি আসল কাহিনি জানেন কি?না জানলে জেনেনিন ।

    আমরা সকলেই জিন্স প্যান্ট পরি। এই জিন্স আমাদের সবারই পছন্দ। সে হোক ছেলে বুড়ো বা গুড়ো। কে পছন্দ করেন না জিন্স? আর করবেনই না কেন? জিন্সের মত এমন আরামদায়ক আর কোন প্যান্ট হতে পারে কি?
    শুধু কি আরামদায়ক? না। যারা স্টাইল করতে পছন্দ করেন, তাদের অন্যতম পছন্দ কিন্তু এই জিন্স প্যান্ট। তবে কখনও কি ভেবে দেখেছেন, জিন্স
    প্যান্টের সামনে ডান দিকে ওই ছোট্ট পকেটটা কেন? পিছনে দুটি পকেট, সামনে প্রমাণ সাইজের পকেট তো আছেই। তাহলে ছোট্ট এ পকেটটার কি দরকার?
    হয় তো ভাবছেন, ওই পকেটটা নিছকই স্টাইল করার জন্য। কেউ ভাবতে পারেন খুচরো পয়সা রাখার জন্য। কেউ ভাবতে পারেন লুকিয়ে অন্য কিছু রাখার জন্য। কিন্তু কোনওটাই ঠিক উত্তর নয়। তাহলে কি?
    আসলে উনবিংশ শতাব্দীর গোড়ায় আমেরিকার কাউবয়রাই এই জিনস পরা শুরু করেন। জিনসের সামনে ওই ছোট্ট পকেটটি রাখা শুরু হয় তখনই। ওই ছোট্ট পকেটে তাঁরা পকেট ঘড়ি রাখতেন। সেই ঘড়ি একটি চেন দিয়ে বেঁধে রাখা থাকত। আজ আর পকেট ঘড়ির ব্যবহার নেই। কিন্তু ঘড়ির পকেট রয়ে গিয়েছে। হয় তো অনন্তকাল স্মৃতি নিয়ে বেঁচেও থাকবে।

    No comments:

    Popular Articles

    Haking Tips – Milon's Blog

    Freelancing – Milon's Blog

    Recent Posts

    WordPress

    Services